Mahalakshmi Ashtakam is a hymn for worshipping Goddess Sri Mahalakshmi Devi, who is one of the eight avatars of Goddess Lakshmi Devi. It is also popular with its starting verse “Namastestu Mahamaye”. Sri Mahalakshmi Ashtakam is found in the Padma Purana and it was chanted by Lord Indra in praise of Goddess Lakshmi. Get Sri Mahalakshmi Ashtakam in Bengali lyrics pdf or Namastestu Mahamaye Lyrics in Bengali here and chant it with devotion to get blessed with peace, prosperity, and good fortune in life.
Mahalakshmi Ashtakam in Bengali – মহা লক্ষ্মী অষ্টকম্
নমস্তেঽস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে ।
শংখচক্র গদাহস্তে মহালক্ষ্মি নমোঽস্তু তে ॥ 1 ॥
নমস্তে গরুডারূঢে কোলাসুর ভয়ংকরি ।
সর্বপাপহরে দেবি মহালক্ষ্মি নমোঽস্তু তে ॥ 2 ॥
সর্বজ্ঞে সর্ববরদে সর্ব দুষ্ট ভয়ংকরি ।
সর্বদুঃখ হরে দেবি মহালক্ষ্মি নমোঽস্তু তে ॥ 3 ॥
সিদ্ধি বুদ্ধি প্রদে দেবি ভুক্তি মুক্তি প্রদায়িনি ।
মংত্র মূর্তে সদা দেবি মহালক্ষ্মি নমোঽস্তু তে ॥ 4 ॥
আদ্য়ংত রহিতে দেবি আদিশক্তি মহেশ্বরি ।
যোগজ্ঞে যোগ সংভূতে মহালক্ষ্মি নমোঽস্তু তে ॥ 5 ॥
স্থূল সূক্ষ্ম মহারৌদ্রে মহাশক্তি মহোদরে ।
মহা পাপ হরে দেবি মহালক্ষ্মি নমোঽস্তু তে ॥ 6 ॥
পদ্মাসন স্থিতে দেবি পরব্রহ্ম স্বরূপিণি ।
পরমেশি জগন্মাতঃ মহালক্ষ্মি নমোঽস্তু তে ॥ 7 ॥
শ্বেতাংবরধরে দেবি নানালংকার ভূষিতে ।
জগস্থিতে জগন্মাতঃ মহালক্ষ্মি নমোঽস্তু তে ॥ 8 ॥
ফলশ্রুতির
মহালক্ষ্মষ্টকং স্তোত্রং যঃ পঠেদ্ ভক্তিমান্ নরঃ ।
সর্ব সিদ্ধি মবাপ্নোতি রাজ্য়ং প্রাপ্নোতি সর্বদা ॥
এককালে পঠেন্নিত্য়ং মহাপাপ বিনাশনম্ ।
দ্বিকালং যঃ পঠেন্নিত্য়ং ধন ধান্য় সমন্বিতঃ ॥
ত্রিকালং যঃ পঠেন্নিত্য়ং মহাশত্রু বিনাশনম্ ।
মহালক্ষ্মী র্ভবেন্-নিত্য়ং প্রসন্না বরদা শুভা ॥
ইংত্যকৃত শ্রী মহালক্ষ্ম্যষ্টক স্তোত্রং সংপূর্ণম্ ||
ফলশ্রুতির অর্থ
যে কেউ ভক্তি সহকারে মহালক্ষ্মী অষ্টকম স্তোত্রম জপ করবে, তার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং তারা একটি মহান ভূমির উত্তরাধিকারী হবে। এটি তাদের দেবী মহালক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম করবে। প্রতিদিন একবার এই স্তোত্র জপ করলে সমস্ত পাপ ধ্বংস হয়। প্রতিদিন দুবার জপ করলে প্রচুর ধন-সম্পদ এবং শস্য আসে। প্রতিদিন তিনবার জপ করলে শক্তিশালী শত্রুদের ধ্বংস করতে সাহায্য করে। এর ফলে সর্বদা দেবী মহালক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হবে।